1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৫:৫০ অপরাহ্ন

গোপালগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ১৪২ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবাসহ শিপন শেখ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

রবিবার রাতে মুকসুদপুর উপজেলার হরিশ্চর গ্রাম থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিপন শেখ মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের মোজহার শেখের ছেলে।

র‌্যাব-৮ এর কোম্পানি স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিশ্চর গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ওই স্থান থেকে মাদক ব্যবসায়ী শিপন শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শিপন শেখ দীর্ঘদিন ধরে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে মুকসুদপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!