1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
দলই চা বাগান খুলে দওযার জন্য নারী শ্রমিকদের মানববন্ধন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:০০ অপরাহ্ন

দলই চা বাগান খুলে দওযার জন্য নারী শ্রমিকদের মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৮৮ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: মৌলভীবাজারের কমলগঞ্জের দলই চা বাগান খোলার দাবিতে মাধবপুরের পদ্মছড়া চা বাগানের নারী চা শ্রমিকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে নারী শ্রমিকেরা কাজে যোগদানের আগে বাগানের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এর আগে সোমবার সন্ধ্যায় একটি নোটিশ টাঙিয়ে দলই চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দলই চা বাগান কোম্পানি। এর প্রতিবাদে ও অবিলম্বে দলই চা বাগান খুলে দেওয়ার দাবিতে বুধবার সকালে পদ্মছড়া চা বাগানের নারী চা শ্রমিকেরা কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলকালে নারী চা শ্রমিকেরা ৩টি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হচ্ছে, অবিলম্বে ধলই চা বাগান খুলে দিতে হবে। কোন কারণ ছাড়া হটকারি সিদ্ধান্ত চা বাগান বন্ধ ঘোষণার জন্য তদন্তক্রমে দায়ীদের বিচার করতে হবে। গঠিত সরকারি মজুরি বোর্ড চা শ্রমিকদের নির্ধারিত মজুরি দিতে হবে।

আন্দোলনকারী নারী চা শ্রমিকেরা বলেন, অবিলম্বে দলই চা বাগান না খুললে প্রতিটি চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালনসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, দলই চা বাগানের সমস্যা ও চা বাগান খোলার বিষয়ে বুধবার বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, দলই চা বাগান মালিক পক্ষের প্রতিনিধি, চা বাগান পঞ্চায়েত কমিটি ও মনু- ধলই ভ্যালির নেতৃবৃন্দের উপস্থিতিতে জরুরি বৈঠক হবে। তিনি আশাবাদী এ বৈঠকে একটি সমাধান হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, বুধবার বিকেলের বৈঠকে একটি সমাধান আসতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!