নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৪২ টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে ঈদ উপহার দিয়েছে কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টায় কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে পৌর এলাকার ৪২টি মসজিদের ইমামদের নগদ ১হাজার করে ও মোয়াজ্জিনদের নগদ ৫শ টাকা করে অর্থ বিতরণ করা হয়।
সাইফুল ইসলামের সঞ্চালনায় ও কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ রমুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ বেলাল চৌধুরী।
অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের শারীরিক সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।