নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে এ বছর কোরবানীর ঈদে ৫০ থেকে ৬০ হাজার টাকা দামের কুরবানির পশু কিনে সে পশুর চামড়া বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েন বিক্রেতারা।
ঈদের দিন শনিবার পশু কুরবানি দিয়ে বিকেলে বাজারে গিয়ে সে চামড়া বিক্রি করেন পানির দামে। একটি গরুর চামড়া বিক্রি করতে হয়েছে ৫০ থেকে ১০০ টাকা করে আর ছাগলের চামড়া বিক্রি করতে হয়েছে ১০ টাকা করে।
বাজার মূল্য জেনে চামড়া পরিবহনে রিক্সা ভাড়া হবে বিক্রিত মুল্যের দ্বিগুন ভেবে অনেকেই মাটির গর্তে পুতে ফেলেছেন কুরবানির পশুর চামড়া।
কমলগঞ্জ উপজেলা সদরের চামড়া ব্যবসায়ী হুছন মিয়া বলেন, তিনি ৫০ টাকা থেকে শুরু করে সাইজ বুঝে ১৫০ টাকা দিয়ে প্রতিটি গরুর চামড়া কিনেছেন। এ বছর ৩ থেকে ৪ শত চামড়া তিনি কিনেছেন। কেনা চামড়াগুলো প্রাথমিকভাবে লবন দিয়ে সংরক্ষণ করে রেখেছেন।
আরেক চামড়া ব্যবসায়ী ফজলু মিয়া জানান, বড় সাইজের গরুর চামড়া তিনি ২০০ টাকা থেকে ৩০০ টাকা দরে কিনেছেন। আর মাঝারি সাইজের গরুর চামড়া গড়ে ১৫০ টাকা ধরে কিনেছেন।
চামড়া বিক্রেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, কেনা চামড়াগুলো এখনও ঢাকার চামড়া ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে পারেননি। সময়মত ঢাকার চামড়া ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে না পারলে তাদের বড় ধরণের লোকসান গুনতে হবে।