1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
আজ শ্রীকৃষ্ণের জন্মতিথি
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

আজ শ্রীকৃষ্ণের জন্মতিথি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৭৯ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি:: সনাতন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি বা জন্মাষ্টমী আজ। শাস্ত্রমতে, প্রায় পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের ক্রোড়ে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। পৃথিবী থেকে দুষ্টের দমন ও সজ্জনদের রক্ষার জন্যই তার আবির্ভাব।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পৃথিবীতে যুগে যুগে যখন অত্যাচার, নির্যাতন, অন্যায় বেড়ে যায়, তখনই সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য বিভিন্ন অবতাররূপে আবির্ভাব ঘটে শ্রীকৃষ্ণের। তার জীবনী পাঠ ও দর্শন মানব ও বিশ্ব সমাজকে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে শিক্ষা দেয়। জন্মাষ্টমীর এই দিনটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে নিয়ে আসে এক শুভ ও আনন্দময় বার্তা। শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে করোনাভাইরাসের কারণে এবার শুধু মন্দিরে পূজার্চনা ও প্রার্থনার মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। জন্মাষ্টমীর অন্যতম আকর্ষণ জন্মাষ্টমী মিছিল বা শোভাযাত্রা এবার হচ্ছে না। ভোরে শঙ্খধ্বনি ও মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সীমিত আকারে অনুষ্ঠান শুরু হবে। কেন্দ্রীয়ভাবে জাতীয় মন্দির ঢাকেশ্বরীর মেলাঙ্গনে সকাল ৮টায় দেশ, জাতি ও বিশ্ব মঙ্গল কামনায় শংকর মঠ ও মিশন, সীতাকুণ্ডের সন্ন্যাসীদের পরিচালনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। ঢাকা রামকৃষ্ণ মঠে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গীতা পাঠের আয়োজন করা হয়েছে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- দুপুরে প্রসাদ বিতরণ ও রাত ৮টায় শ্রীকৃষ্ণ পূজা। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানমালা মন্দিরাঙ্গনেই সীমাবদ্ধ থাকবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি দেশ রূপান্তরকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে এবার জন্মাষ্টমীতে মন্দিরে শুধু পূজা, গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে। মন্দির অঙ্গনের বাইরে শোভাযাত্রা ও অন্য কোনো অনুষ্ঠান থাকছে না। মহামারী থেকে মুক্তি পেতে মন্দিরে প্রার্থনার আয়োজন থাকছে।’

জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার হচ্ছে। বিশেষ লেখা প্রকাশ করছে দৈনিক পত্রিকাগুলো।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!