1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:২২ পূর্বাহ্ন

বাংলাদেশিদের ওপর সেই হামলা নিয়ে সিনেমা আসছে নেটফ্লিক্সে

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৫৬ জন পড়েছেন
David Copeland, BNP member, charged with murder after Brixton, Brick Lane & Soho nail bomb attacks April '99. Shown here with John Tyndall, BNP leader, bloodied after fighting broke out at the BNP's 15th Anniversary rally in Stratford, East London.

অনলাইন ডেস্ক:: আজ থেকে প্রায় ২০ বছর আগে লন্ডনের ভয়াবহ একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে ফিচার লেংথ প্রামাণ্যচিত্র ভিত্তিক সিনেমা তৈরি করছে নেটফ্লিক্স। বাংলাদেশিদের পাশাপাশি ওই হামলার টার্গেট ছিলেন কৃষ্ণাঙ্গ এবং সমকামী কমিউনিটির মানুষেরা।

বিনোদন-ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ডেডলাইন হলিউড জানিয়েছে, যুক্তরাজ্যের প্রোডাকশন হাউজ এক্সপেকটেশনের সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছে নেটফ্লিক্স।

সিনেমাটির নাম হবে ‘দ্য নেইলবেম্বার’। কঠোর ডানপন্থী উগ্রবাদী ডেভিড কোপল্যান্ড ১৯৯৯ সালে কীভাবে ব্রিক্সটন, ব্রিক লেন এবং সোহোতে তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটান, সেটি এই সিনেমায় দেখানো হবে।

ওই ঘটনায় ১৪০ জন গুরুতর আহত হওয়ার পাশাপাশি ৩ জন প্রাণ হারান। বেঁচে থাকাদের মধ্যে অনেকে এখন পঙ্গু।

সিনেমাটি সামনের বছর দেখাবে নেটফ্লিক্স।

কোপল্যান্ড তার ডিভাইসে ১ হাজারের বেশি চারইঞ্চি লম্বা পেরেক ঢুকিয়ে ওই হামলা চালান। ২০০০ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর যাবজ্জীবন সাজা পান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!