অনলাইন ডেস্ক:: নিজ বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করেছিলেন। কিন্তু ঘুণাক্ষরেও অনুমান করতে পারেননি সেই প্রতিবাদের পরিণতি এত নির্মম হবে।
ভারতের ছত্তিশগড়ের ভিলাইতে মদ্যপানের প্রতিবাদ করায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে দেড়শো টুকরো করে দুই ঘাতক।
এই সময় জানায়, নৃশংস ওই ঘটনায় ইতোমধ্যে লোকেশ সাহু ও দুর্গেশ সাহুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাতের খাবার খেয়ে সোমবার রাতে কৃষ্ণনগরে নিজের বাড়ির বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলেন রাম চৌহান। তিনি দেখেন, তার বাড়ির সামনেই বসে মদ্যপান করছে দুই যুবক।
প্রথমে কিছু না বললেও বেশ কিছুক্ষণ পরে চৌহান দেখেন, সেখানে বসেই দুই মদ্যপ আসর জমিয়ে ফেলেছে। তাদের অন্যত্র চলে যেতে বলেন তিনি। রাম চৌহানের কথা শুনেই ক্ষেপে যান দুই অভিযুক্ত লোকেশ ও দুর্গেশ।
একপর্যায়ে তারা বৃদ্ধকে আক্রমণ করে বসে। চিৎকার-চেঁচামেচিতে রাম চৌহানের বাড়ির সদস্যরা বেরিয়ে এলে তাদের খুনের হুমকি দিয়ে ঘরের ভেতরে পাঠিয়ে দেয় দুই মদ্যপ।
এরপর বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বৃদ্ধ রাম চৌহানের ওপর চলে নৃশংস হামলা। প্রথমেই ভেঙে দেওয়া বৃদ্ধের পা যাতে তিনি পালিয়ে যেতে না পারেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বৃদ্ধকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
মৃত রাম চৌহানের ছেলে বলেন, ‘আমাদের মেরে ফেলার হুমকি দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দেয় ওরা। আমরা নিরুপায় ছিলাম। আর তারই মধ্যে বাবাকে নৃশংসভাবে মেরে ফেলল ওরা।’
পুলিশ এসে রাম চৌহানের শরীরের দেড়শোটি টুকরো উদ্ধার করে। এই ঘটনায় গোটা ছত্তিশগড়জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। নিজের বাড়িতেই নাগরিকদের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।