নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পূর্ব ভাগলপুর গ্রাম থেকে উদ্বার করা কোবরা সাপটিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
রোববার (১৬আগষ্ট) বিকেলে সাপটি অবমুক্ত করা হয়। অবমুক্তকালে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, প্রথম আলোর সাংবাদিক শিমুল তরফদার,সমাজকর্মী রাজন মালাকার, বনপ্রহরী মো: ইব্রাহিম প্রমুখ।
এর আগে গত শুক্রবার জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে এলাকাবাসীর হাত থেকে সাপটিকে বাচানোর কথা বলে এক যুবক কল করে। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর কবল থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।