1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
পরিবেশ রক্ষায় বাগান করে মারধরের শিকার মুক্তিযোদ্ধা পরিবার
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

পরিবেশ রক্ষায় বাগান করে মারধরের শিকার মুক্তিযোদ্ধা পরিবার

  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ২৯৯ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: নরসিংদীর পলাশ উপজেলায় পলাশ বাজার গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আলিমুদ্দিনের ছেলে হীরন গাজী একজন প্রকৃতি প্রেমি। প্রকৃতিকে ভালোবেসে মানুষের ব্যবহার্য ফেলে দেয়া বিভিন্ন উপকরণ নিয়ে বাড়ির পাশে একটি পরিত্যক্ত মাছ বাজারে গড়েছেন ছোটছোট ফুল ও ফলের বাগান। যা একদিকে যেমন বৃদ্ধি পেয়েছে বাজারে সৌন্দর্য্য, অন্যদিকে পরিবেশরক্ষায়ও রেখেছে অনন্য অবদান। কিন্তু এই মহৎ উদ্যোগটি ভালো চোখে দেখেনি ওই বাজারের সভাপতি আব্দুল হালিম মিয়া। বাগান করার দায়ে হিরন গাজীসহ তার শারীরিক প্রতিবন্ধী এক বোন ও বৃদ্ধ মাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করে আব্দুল হালিম মিয়া। শুধু পিটিয়ে ক্ষ্যান্ত হননি তিনি, মারধরের পর বাগানের অধিকাংশ ফুলের গাছও নষ্ট করে ফেলেন তিনি। এ ব্যাপারে শুক্রবার রাতে হীরন গাজী পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আহত হীরন গাজী বলেন, গত কয়েক মাস আগে বাড়ির পাশে একটি পরিত্যক্ত মাছ বাজারে সড়কজুড়ে মানুষের ব্যবহার্য ফেলে দেয়া পানির বোতল, মাটির হাড়ি, প্লাস্টিকের জিনিসপত্র সংগ্রহ করে তাতে মাটি ভরে বিভিন্ন ফুল-ফলের চারা রোপণ করি। যা দেখে মানুষ বুঝতে পারে ফেলে দেয়া জিনিসপত্রও কোনও না কোনও কাজে লাগে। কিন্তু বাগানটি করার পর থেকে বাজারের সভাপতি আব্দুল হালিম মিয়া বাগানগুলো সরিয়ে ফেলতে বলে। বাগান না সরালে সব গাছ কেটে ফেলবে বলেও হুমকি দেয়। গত বৃহস্পতিবার বিকালে বাগানের পাশে বসে থাকা অবস্থায় হালিম মিয়া বাগান সরাইনি বলে আমার শার্টের কলার ধরে কিল ঘুসি মারতে শুরু করে, একপর্যায়ে বাড়ি থেকে আমার বৃদ্ধ মা ও প্রতিবন্ধী ছোট বোন ছুটে এসে বাধা দিতে গেলে হালিম মিয়া ও তার সহযোগীরা মিলে আমার বৃদ্ধ মা ও প্রতিবন্ধী বোনকে পিটিয়ে আহত করে। মারধরের পর বাগানের অনেক ফুলের গাছও নষ্ট করে ফেলে।

এ ব্যাপারে অভিযুক্ত পলাশ বাজার কমিটির সভাপতি আব্দুল হালিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মারধরের কোনও ঘটনা ঘটেনি, তবে কথা কাটাকাটি হয়েছে। বাগানের বিষয়ে তিনি বলেন, মাছ বাজারের পাশে এসব গাছ রাখার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে, পাশাপাশি মশাও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা আমার কাছে অভিযোগ করলে বাগান সরানোর কথা বলা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!