1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৪৪ পূর্বাহ্ন

ভ্যাট আদায় আজ থেকে চালু হচ্ছে হিসাবযন্ত্র ‘ইএফডি’

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ১৭৪ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: মূল্য সংযোজন কর (মূসক) বা ফাঁকি রোধ ও ব্যবসাপর্যায়ে আদায় সহজ করতে অবশেষে আধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ভ্যাট আদায় হিসাবযন্ত্র।

প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে ঢাকায় ৮০টি ও চট্টগ্রামে ২০টি ইএফডি স্থাপন করা হবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে এটি চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে গতকাল এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ মু’মেন বলেন, এনবিআর মুজিববর্ষের কর্মসূচির অংশ হিসেবে ইএফডি কার্যক্রম চালুর জন্য আজ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের উদ্বোধন করবেন বলে জানান তিনি। এ সময় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিব, এফবিসিসিআই সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অযান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ভার্চুয়ালভাবে উপস্থিতি থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, ইএফডি হলো আধুনিক হিসাবযন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের (ইসিআর) উন্নত সংস্করণ। এ যন্ত্র বসানো হলে প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য জানতে পারবে এনবিআর। এরই মধ্যে কত অংশ ভ্যাট তা জানা যাবে। ফলে ভ?্যাট ফাঁকি বন্ধ হবে এবং আদায় বাড়বে। ব্যবসা প্রতিষ্ঠানের দৈনিক লেনদেনের তথ্য তদারকিতে রাজস্ব বোর্ডের সার্ভারের সঙ্গে সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত থাকবে ইএফডি মেশিন। সার্ভার ইতোমধ্যে স্থাপন করা হয়েছে।

মূলত হোটেল, রেস্তোরাঁ, ডিপার্টমেন্টাল স্টোরসহ সেবা খাতের লেনদেনের তথ্য সংরক্ষণের মাধ্যমে ভ্যাটের হালনাগাদ তথ্য পেতে ইএফডি মেশিন বসানো হচ্ছে। ২৫ সেবা খাতে ইএফডি ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। ব্যবসায়ীদের এ মেশিন ব্যবহারে উৎসাহিত করতে প্রথম পর্যায়ে বিনামূল্যে দেওয়া হবে। শুরুতে এটি ব্যবহারে তাদের অভ্যস্ত করার চেষ্টা করা হবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হবে। এনবিআর গত অর্থবছর ইএফডি চালুর প্রক্রিয়া শুরু করে। এর আগে ২০০৮ সালে পরীক্ষামূলকভাবে ইসিআর মেশিন ব্যবহার করা হয়। তবে তা সফল হয়নি। এরপর ইএফডি মেশিন বসানোর পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ চলছে। এক লাখ মেশিন কেনার নীতিগত অনুমোদনও দেওয়া হয় ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে। মেশিন সরবরাহে একটি চীনা প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে গত এপ্রিলে এটি চালুর কথা থাকলেও করোনা মহামারিতে তা পিছিয়ে যায়। চীনে করোনা নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি বিশেষজ্ঞরা ঢাকায় এলে মেশিন বসানোর প্রক্রিয়া ফের শুরু করে এনবিআর।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!