নিজস্ব প্রতিবেদক: বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর-কমলগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় খিন্নী ছড়ার ওপরের বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় বৃহস্পতিবার রাত থেকে যান চলাচল ব্যাহত হয়।
বেইলী সেতু মেরামতে শুক্রবার সকাল থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক বিভাগ।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, অতিরিক্ত ও ভারী যানবাহন চলাচলের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কের খিন্নী ছড়ার ওপরের বেইলি সেতুর একটি পাটাতন খুলে যায়। এরপর থেকে শমশেরনগর- কমলগঞ্জ সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সন্ধ্যার পর নিজ নিরাপত্তায় কিছু ছোট আকারের যানবাহন বেইলি সেতুর ওপর দিয়ে পারাপার হলেও বড় সকল প্রকার যানবাহন ১০ কিলোমিটার পথ ঘুরে মুন্সীবাজার হয়ে চলাচল করে।
সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের সাইড অ্যাসিসটেন্স (কাজ) দেবাশীষ দে জানান, শুক্রবার সকাল থেকে বেইলি সেতুর খুলে যাওয়া পাটাতন অপসারণ করে সেখানে একটি নতুন পাটাতন স্থাপন করার পর এ পথে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। বেইলী সেতুটি মেরামত করতে সারাদিন সময় লেগে যেতে পারে।