নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী “জাতীয় শোক দিবস-২০২০” পালন উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে জনতা ব্যাংক ভানুগাছ শাখার উদ্যোগে গ্রাহকদেরকে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে জনতা ব্যাংক কর্তৃক গৃহীত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসাবে জনতা ব্যাংক ভানুগাছ শাখার পক্ষ থেকে গ্রাহকদেরকে একটি করে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার দেওয়া হয়।
এসময় জনতা ব্যাংক ভানুগাছ শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।