স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) প্রথম আসর মাঠে গড়াবে ১৪ নভেম্বর। ঘরোয়া এই টি-টোয়েন্টি আসর চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। দ্বীপ দেশটির ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে এই আসর ২৮ আগস্ট শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে ওই সূচি বাতিল করা হয়।
এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট নভেম্বরের শুরুতে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর প্রত্যাশা করছে।’
তিনটি আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই আসর। ভেন্যুগুলো হলো- রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং মাহিন্দ রাজাপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা নামে এই পাঁচ দল খেলবে। ১৫দিন ব্যাপী আসরে মোট ২৩টি ম্যাচ হবে।