1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫২ জন পড়েছেন

এস কে দাশ সুমন,শ্রীমঙ্গল(মৌলভীবাজার)::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার সন্তান দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছ।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ পেট্রলপাম্পের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শ্রীমঙ্গলের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরুর সভাপতিত্বে উক্ত নিন্দা ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সাবেক সহকারি কমান্ডার অমলেন্দু পাল, জেলা সহকারি কমান্ডার মো. আনসার আলী, ছোবহান মিয়া, সানু মিয়া, রতি কান্ত রায়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপজেলা শাখার আহবায়ক রোটারিয়ান মিঠন পাল, সদস্য সচিব মো. জসিম উদ্দিন প্রমূখ।

এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সন্তান ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যার জন্য দুর্বৃত্তরা হামলা করে। অবিলম্বে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই জড়িতদের বিরুদ্ধে। উপস্থিত সবাই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সরকারী কর্মকর্তাদের নিরাপত্তার জোর দাবি জানান।য়াহিদা খানম এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিন্দা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ পেট্রলপাম্পের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শ্রীমঙ্গলের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরুর সভাপতিত্বে উক্ত নিন্দা ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সাবেক সহকারি কমান্ডার অমলেন্দু পাল, জেলা সহকারি কমান্ডার মো. আনসার আলী, ছোবহান মিয়া, সানু মিয়া, রতি কান্ত রায়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপজেলা শাখার আহবায়ক রোটারিয়ান মিঠন পাল, সদস্য সচিব মো. জসিম উদ্দিন প্রমূখ।

এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সন্তান ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যার জন্য দুর্বৃত্তরা হামলা করে। অবিলম্বে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই জড়িতদের বিরুদ্ধে। উপস্থিত সবাই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সরকারী কর্মকর্তাদের নিরাপত্তার জোর দাবি জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!