1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন

১০ বার এভারেস্ট জয়ী ‘তুষার চিতা’ আর নেই

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬০ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:  বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে অক্সিজেন বোতলের সহায়তা ছাড়া রেকর্ড ১০ বার এভারেস্ট জয়ী নেপালের প্রখ্যাত পবর্তারোহী অং রিটা শেরপা আর নেই, যিনি ‘তুষার চিতা’ সমধিক পরিচিত ছিলেন।

সোমবার অং রিটা মৃত্যু হয় বলে তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। মস্তিষ্ক ও লিভার জটিলতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুকে নেপাল ও পর্বতারোহী সম্প্রদায়ের জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অং রিটা প্রথমবার বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ জয় করেন ১৯৮৩ সালে। সবশেষ ওঠেন ১৯৯৬ সালে। ২০১৭ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠে তার। তাতে বলা হয়, একমাত্র ব্যক্তি হিসেবে তিনি অক্সিজেন বোতলের সহায়তা ছাড়া ১০ বার বিশ্বের উচুতম পর্বতশৃঙ্গ জয় করেছেন অং রিটা। রেকর্ডটি এখনও অক্ষুণ্ন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!