নিজস্ব প্রতিনিধি:: আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহামান।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহামানকে নৌকার প্রার্থী ঘোষণা করেন।