1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন

‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ১৭৮ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ বৃহত্তর হাওরের জেলার উন্নয়নে আলাদাভাবে ‘হাওর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী ভবনের সামনে ‘হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফেরাম’ এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক, ‘হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফেরাম’ এর সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আলম নুর হিরা, অ্যাডভোকেট রুহুল তুহিন, অ্যাডভোকেট মনির আহমদ প্রমুখ।

মানববনন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ, নেত্রকোনা কিশোরগঞ্জসহ হাওরের জেলার সামগ্রিক উন্নয়নে আলাদাভাবে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠন করা জরুরি। প্রতি বছর হাওরের ফসলডুবি রোধ, হাওরের জীবনমান উন্নয়নসহ হাওরের মানুষের অবকাঠামোগত উন্নয়নে আলাদাভাবে সুদৃষ্টি দিতে হলে হাওরের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে।

হাওরের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা পরিকল্পনা রয়েছে, হাওরের উন্নয়নে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে কিন্তু এসব উদ্যোগ আলাদাভাবে মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা না গেলে সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব না। পার্বত্য অঞ্চল নিয়ে যেভাবে আলাদা মন্ত্রণালয় আছে সেভাবেই হাওরের হাওরের উন্নয়নে হাওর বিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠন দ্রুত প্রয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!