1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জ পৌর এলাকায় সেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:১৩ অপরাহ্ন

কমলগঞ্জ পৌর এলাকায় সেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ২৮৫ জন পড়েছেন
পৌর কাউন্সিলর জামাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর জামাল হোসেনের নেতৃত্বে সেচ্ছাশ্রমে এলাকাবাসী মিরে সড়কের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ পরিষ্কার-পরিচ্ছনতা অভিযানে অংশ নেয় ওয়ার্ডেও শতাধিক যুবক ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। যুবকরা রাস্তার আশেপাশের বিভিন্ন স্থান পরিষ্কার রাখতে জমে থাকা ময়লা, আগাছা, পরিষ্কার করার পাশাপাশি মশক দমনের জন্য স্প্রে করেন।

এ সময় কাউন্সিলর জামাল হোসেন বলেন, আমি আমার ওয়ার্ডেও স্থানীয় বাসিন্ধাদের নিয়ে নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ নিয়েছি। ইদানিং পৌর এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে তাই পরিষ্কার পরিচ্ছন্ন্যর পাশাপাশি মশক দমনের জন্য স্প্রেও ছিটানো হয়েছে। আমরা প্রতিমাসে এভাবে পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান করবো।

এ বিষয়ে পৌর মেয়র জুয়েল আহমদ বলেন,স্থানীয় যুবক ও স্কুল পড়ুয়া ছাত্রদের নিয়ে এভাবে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করেছেন সেটা খুব প্রশংসনীর বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!