1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বেতন বৃদ্ধির দাবিতে শ্রীমঙ্গলের ২৬ চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীমঙ্গলের ২৬ চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৬০১ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: দুর্গাপূজার আগে বেতন বৃদ্ধিসহ বোনাস পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ২৬টি চা-বাগানে একযোগে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২৬টি চা-বাগানে শ্রমিকরা এ কর্মবিরতি পালন করেন।

এ সময় চা-শ্রমিকরা বলেন, বর্তমানে ১০২ টাকা মজুরি দিয়ে তাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। দুর্গাপূজার আগে বেতন বৃদ্ধিসহ বোনাস পরিশোধ না করলে পূজা উদযাপন করা অসম্ভব। এ সময় শ্রমিকরা তাদের ৩শ’ টাকা মজুরির দাবি জানান।

কর্মবিরতি চলাকালে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়েনের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, মালিক পক্ষের সঙ্গে বৈঠকে ৩শ’ টাকা মজুরি দাবি করা হলে ১২০ টাকা দিতে রাজি হলেও দীর্ঘ ২৩ মাস অতিক্রান্ত হওয়ার পরও ১০২ টাকা হারে মজুরি দেয়া হচ্ছে। তিনি দুর্গাপূজার আগেই চা-শ্রমিকদের নতুন মজুরিসহ বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান।

আগামীকাল সারা দেশের চা-বাগান শ্রমিকরা অভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করবে এবং এ কর্মসূচি থেকে ২ দিনের আল্টিমেটাম বেঁধে দিয়ে দেশজুড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!