নিজস্ব প্রতিনিধি:: জনগনের দোরগড়ায় পুলিশি সেবা পৌছে দেয়ার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় নতুন ১টি জিপ গাড়ি প্রদান করা হয়েছে। বুধবার ৭ অক্টোবর বিকাল ৫টায় রহিমপুর ইউনিয়ন পরিষদে আনুষ্টানিক ভাবে গাড়ি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ।
মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম এর সভাপতিত্বে ও কমলগঞ্জ থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে গাড়ি হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ওসি আরিফুর রহমান,রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল প্রমুখ।
অনুষ্টান শেষে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের হাতে অতিথিরা নতুন গাড়ির চাবি তুলে দেয়া হয়। পুলিশ হেডকোয়ার্টাস থেকে মৌলভীবাজারের বিভিন্ন থানায় নতুন গাড়ি বিতরণের অংশ হিসাবে নতুন এ গাড়ি প্রদান করা হয়েছে।