1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
চা-শ্রমিকের অসহায় এতিম সন্তানদের জন্য পুলিশের মানবিকতা
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

চা-শ্রমিকের অসহায় এতিম সন্তানদের জন্য পুলিশের মানবিকতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫২৯ জন পড়েছেন

বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা-বাগানে ২০১৯ সালের  ২২ আগস্ট সকালে ৩ সন্তানে জননী  চা-শ্রমিক জনৈক দিপালী নায়েককে হত্যা করে একই বাগানের মৃত সিকান্দর মিয়ার ছেলে ইছাক মিয়া (৪০)।

কিন্তু সেই সময় পিতা-মাতাহীন এতিম ছেলে-মেয়েদের কিভাবে বাচঁবে সেই কথা মনে মনে চিন্তা করেন কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ।  তার ভাবনায় আসে বাংলাদেশের প্রচলিত বিচারে হত্যাকারী ইছাক মিয়ার শাস্তি হবে ঠিকই, কিন্তু পিতা-মাতাহীন এতিম ছেলে-মেয়েদের কি হবে?

ঠিক তখনই তিনি তার মনের সকল কথা প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। এই এতিম বাচ্ছাদের জন্য কিছু করার চিন্তা করেন এই মানবিক পুলিশ কর্মকর্তা।

দীর্ঘদিন ধরে উনার জমানো কিছু টাকা ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো.আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানসহ সকলের সহযোগীতায় অবশেষে বুধবার (৭ অক্টোবর) রাতে হত্যাকান্ডে নিহত মহিলার অসহায় এতিম বাচ্চাদের মধ্যে কমলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে গরুর গাভী (বাচ্চাসহ), কাপড়-চোপড় ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো.আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান ও পুলিশ পরিদর্শক তদন্ত সুধীন চন্দ্র দাশ।

 

হৃদয়/কমল/বি

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!