1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে পূজা কমিটির সাথে প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে পূজা কমিটির সাথে প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ১৭৪ জন পড়েছেন

আব্দুস শুকুর, শ্রীমঙ্গল(মৌলভীবাজার): কোভিড-১৯ পরিস্থিতিতে আসন্ন সার্বজনীন দুর্গা পূজা উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার পৌরসভা ও ইউনিয়ন,উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শ্রীমঙ্গল থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেককের পরিচালনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় শহরের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান, মিতালী দত্ত, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক সুশীল শীল প্রমুখ।
এছাড়াও উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের সকল পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলার ১৬৬টি মণ্ডপে পূজা চলাকালীন সময়ে সঠিকভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন, পুজা পূর্ববর্তী ও পরবর্তী করনীয়/বর্জনীয় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান, দূর্গা পুজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন, প্রাক পূজা নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে, পূজা উদ্যাপন কমিটির করনীয়, প্রতিমা বিসর্জন এবং পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে, মনিটরিং সেল ও কন্ট্রোলরুম স্থাপন সংক্রান্তে বিষয়ে আলোচনা করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক পূজা চলাকালীন সময়ে যে কোন সমস্যায় সাথে সাথে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন যেকোনো সমস্যায় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সমাধান করা হবে যাতে করে কোনো প্রকার বিঘ্ন না ঘটে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, করোনাকালীন সময়ে সবাইকে সতর্কতার সহিত স্বাস্থ্যবিধি মেনে পুজা উদযাপন করতে হবে। শারদীয় দুর্গোৎসব শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে সমাপ্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পূজা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!