1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে হেল্পিং উইং এর দুই টাকায় খাবার বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ১৪৫ জন পড়েছেন

আব্দুস শুকুর,শ্রীমঙ্গল(মৌলভীবাজার): চায়ের নগরী খ্যাত শ্রীমঙ্গলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ হাতে নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’৷ ‘দুই টাকায় দুপুরের খাবার’ শিরোনামে শ্রীমঙ্গলে ৩য় বারের মতো দুই টাকায় খাবার বিতরণ করলেন তারা৷

সংগঠনটির উদ্যোগে শহরের রেলস্টেশন প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার দুপুরে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এই কার্যক্রমে সংগঠনটির শ্রীমঙ্গল কমিটির সমন্বয়ক ফারহান চৌধুরী আরিয়ান, রিমু চৌধুরী, তাসনিম চৌধুরী, রাকান মোহাম্মদ ও ওয়াসিফ আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

করোনা প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সাথে সাথে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ গুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য তাদের এই উদ্যোগ৷ খাবারের বিনিময়ে দুই টাকা নেওয়া প্রসঙ্গে সংগঠনটির মডারেটর রিমু চৌধুরী বলেন – “আমরা চাই না আমাদের সেবা ফ্রীতে নিয়ে কারো আত্মসম্মানে আঘাত লাগুক। তাই আমরা দুই টাকা করে রাখি যাতে তারা নিজের টাকায় কিনে খাওয়ার তৃপ্তিটা নিতে পারেন৷”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!