নিজস্ব প্রতিনিধি:: কক্সবাজার জেলা ও বিভিন্ন ইউনিট থেকে মৌলভীবাজার জেলায় যোগদান করা ৩২ পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে লটারির মাধ্যমে। শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ বলে জানিয়েছেন মৌলভীবাজারের জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
পুলিশ সুপার মো. ফারুক আহমেদ কমলগঞ্জের ডাককে জানান, ৩২ পুলিশ সদস্যকে লটারির মাধ্যমে জেলার বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৫ অক্টোবর)দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্সে ৩২ পুলিশ সদস্যকে লটারির মাধ্যমে জেলার বিভিন্ন ইউনিটে পদায়নের আয়োজন করা হয়েছে।
এ সময় পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নতুন উদ্যমে মৌলভীবাজারের জনসাধারণকে সেবা নিশ্চিত করতে হবে। পুলিশের যেকোনো সমস্যা যেমন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করা হবে, তেমনি যে কোনো অভিযোগ আসলে তার জন্য ব্যবস্থা নেয়া হবে।তাছাড়াও অত্র জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণেরও আশ্বাস দেন।
কমল/ডাক/শুভ