1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ৫ হাজার মাস্ক দিলেন বিবেকানন্দ পরিষদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ১৬৭ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এর পক্ষ থেকে রামকৃষ্ণ সেবাশ্রমে ৫ হাজার মাস্ক প্রদান করেছে।

বৃহস্পতিবার (২২অক্টোবর) রাত ৮ টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামকৃষ্ণ সেবাশ্রম নেতৃবৃন্দের হাতে এসব মাস্ক তুলে দেন। পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায় উপজেলার সবকটি পূজামণ্ডপে এখান থেকে মাস্ক পৌঁছে দেয়া হবে

এ সময় সহকারী কমিশনার ভূমি মো. নেসার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায়, সহ-সভাপতি অজয় কুমার দেব, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ডি এল রায়, সাধারণ সম্পাদক দীপক ধর পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-কোষাধ্যক্ষ বিভূতি ভূষন রায়, রামকৃষ্ণ সেবাশ্রম পুজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম দাস পিযুষ, সাধারণ সম্পাদক বিমলেন্দু সেন টিটু, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি মনোজ ধর, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর দেব প্রমুখ উপস্হিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, দুর্গাপূজায় মাস্ক বিতরনের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। উপজেলার প্রত্যেকটি পূজামণ্ডপে এই উদ্যোগ গ্রহণ করতে পারে, এতে করোনা সংক্রমনের ঝুঁকি থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!