1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৩২ পূর্বাহ্ন

পড়া না পারায় শিক্ষকের বেত্রাঘাতে

  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ১৮৮ জন পড়েছেন

মুজিবুর রহমান রঞ্জু::

মৌলভীবাজারের কুলাউড়ায় পড়া না পারায় শিক্ষকের বেত্রাঘাতে মুঈম মিয়া (১২) নামে এক মাদ্রাসার ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে।

কুলাউড়ার হাজীপুর ইউপির পীরেরবাজার বালিয়াটিলা হুসাইনিয়া কাদরিয়া জালালিয়া সুন্নীয়া জুনিয়র মাদ্রাসায় শনিবার এ ঘটনা ঘটে। মুঈম মিয়া ওই মাদ্রাসার হিফ্জ বিভাগের ছাত্র।

নির্যাতিত ছাত্রের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বালিয়াটিলা মাদ্রাসার হিফ্জ বিভাগের শিক্ষক হাফেজ শাহীন আহমদ ছাত্র মুঈম মিয়াকে বাড়ির পড়া দিয়েছিলেন। মুঈম শিক্ষকের দেওয়া পড়া শিখে না আসায় এলোপাতাড়ি ভাবে তাকে বেত্রাঘাত করেন।

শিক্ষককের বেত্রাঘাত সহ্য করতে না পেরে মাদ্রাসা থেকে দৌড়ে বাড়ি চলে যায় মুঈম। বাড়িতে তার বাবা-মা হুজুরের (শিক্ষকের) বেত্রাঘাত দোয়া স্বরূপ বলে মুঈমকে বুঝিয়ে আবার মাদ্রাসায় পাঠান। কিন্তু শিক্ষক আবারও তাকে বেত্রাঘাত করেন। পরে সে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। রবিবার দুপুরে মুঈমকে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়।

মুঈমের বাবা আব্দুল খালিক বলেন, মাদ্রাসায় পড়া না পারলে ছাত্রকে শাসন করবেন তা ঠিক। তবে এভাবে অমানবিক কায়দায় শাসন করা ঠিক হয়নি। তিনি এর সু-বিচার প্রার্থনা করেছেন।

বালিয়া টিলা হুসাইনিয়া কাদরিয়া জালালিয়া সুন্নীয়া জুনিয়র মাদ্রাসার সুপার নোমান আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামাজিকভাবে বসে এর বিচার করে দেবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!