1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:০০ পূর্বাহ্ন

এই প্রথম বিদেশি বাণিজ্যিক জাহাজে পূর্ণতা পেল মোংলা বন্দরের জেটি

  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ১৯০ জন পড়েছেন

অনলাইন ডেস্ক::

অতীতের সব রেকর্ড ভেঙে বিদেশি বাণিজ্যিক জাহাজে পরিপূর্ণতা পেয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটি। রবিবার রাতে এক সঙ্গে পাঁচটি জাহাজ বন্দর জেটিতে সারিবদ্ধভাবে ভিড়েছে।

এসব জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছে। ফলে পুরো জেটিজুড়ে ব্যাপক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এখন বন্দর জেটিতে রয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী মেশিনারি পণ্য বোঝাই এমভি ডেইসি, সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এমভি কোটারিয়া ও কোটাহরম্যাট, পানামার পতাকাবাহী মেশিনারি পণ্য বোঝাই হনর পেসক্যার্ডস এবং মালয়েশিয়ার পতাকাবাহী গাড়ির জাহাজ এমভি স্টার।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, বর্তমান সরকার ও বন্দর কর্তৃপক্ষের নানামুখী যুগান্তকারী পদক্ষেপের ফলে মোংলা বন্দর ক্রমশই উন্নতির দিকে ধাবিত হচ্ছে।

তিনি বলেন, জেটি সম্মুখভাগ ও বন্দর চ্যানেলের নাব্যতা বৃদ্ধিসহ বন্দরের সক্ষমতা বাড়ায় একই সঙ্গে পাঁচটি জাহাজ জেটিতে মালামাল খালাসের জন্য বার্থিং করা সম্ভব হয়েছে। এর ফলে বন্দর প্রতিষ্ঠার ইতিহাসে এই প্রথম বন্দরের সকল জেটি বিদেশি জাহাজে পরিপূর্ণ হয়েছে।

বন্দরের এই কর্মকর্তা বলেন, রবিবার বন্দর জেটিতে পাঁচটিসহ পশুর চ্যানেল ও আউটারবারে মোট ১১টি জাহাজের অবস্থান ছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!