1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন

মাদারীপুরে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১৬১ জন পড়েছেন

অনলাইন ডেস্ক::

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকাল ১০টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে পাঁচখোলা, কালিকাপুর ও ছিলারচর ইউনিয়নের সহস্রাধিক মানুষ এতে অংশ নেন। এ সময় আড়িয়াল খাঁ নদের মহিষেরচর এলাকায় সেতু নির্মাণের দাবি জানান তারা।

ব্যানার-ফ্যাস্টুন হাতে অংশ নেয়া এলাকাবাসী অভিযোগ করেন, তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন সদর উপজেলাসহ জেলা শহরে যাতায়াত করলেও বারবার দাবির পরেও সেতু নির্মাণ করেনি কর্তৃপক্ষ।

এতে ডিঙি নৌকা ও ট্রলারে যাতায়াতে দুর্ভোগ বাড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের। সেতু না থাকার কারণে শহরের সাথে যোগাযোগ, সুশিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বিছিন্ন হয়ে পড়েছে তিনটি ইউনিয়নের বাসিন্দারা।

এমতাবস্থায় দুর্ভোগ কমাতে মহিষেরচর এলাকায় দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানান তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!