1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন

বিশ্বে ৭ দিনে ২৮ লাখের বেশি আক্রান্ত

  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১৭৫ জন পড়েছেন
A photo taken in the late hours of May 29, 2020 shows a sign of the World Health Organization (WHO) at their headquarters in Geneva amid the COVID-19 outbreak, caused by the novel coronavirus. - President Donald Trump said May 29, 2020, he was breaking off US ties with the World Health Organization, which he says failed to do enough to combat the initial spread of the novel coronavirus. (Photo by Fabrice COFFRINI / AFP)

অনলাইন ডেস্ক::

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ ফের বাড়ছে। এক সপ্তাহে নতুন করে ২৮ লাখের বেশি মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র তথ্যে বলা হয়েছে।

করোনার সবশেষ হিসেব তুলে ধরে ডব্লিউএইচও বৃহস্পতিবার রাতে জানায়, গত এক সপ্তাহে নতুন করে ২৮ লাখেরও বেশি মানুষের শরীরে কভিড-১৯ এর উপস্থিতি শনাক্তের পাশাপাশি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এই সময়ে মৃত্যু হয়েছে ৪০ হাজারের বেশি মানুষের।

উত্তর ও দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এ দুই অঞ্চলে কঠিন পরিস্থিতি বিরাজ করছে। গত এক সপ্তাহে সেখানে ৮ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং প্রায় ১৭ হাজার মানুষ এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। এ অঞ্চলে মোট ১ কোটি ৯৭ লাখ আক্রান্ত হয়েছে এবং প্রায় ৬ লাখ ২৬ হাজার মানুষ মারা গেছে।

গত সাত দিনে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় ৪ লাখ ৪৫ হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এ অঞ্চলে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৮৯ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। মৃতের মোট সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪০ হাজার। গত সপ্তাহে মারা গেছে ৫ হাজার ৭শ’ জন।

এ সময়ে মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪ লাখ ৩৬ হাজারের বেশি। এ সময়ে ৩ লাখ ৭০ হাজারের বেশি ভারতে এবং ১ লাখ ৫৩ হাজারের বেশি বেড়েছে ব্রাজিলে।

এদিকে, ওয়ার্ল্ডো মিটারের হিসেব অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার ২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখ ৭২ হাজার মানুষের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!