1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সেনেগাল উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৪০ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

সেনেগাল উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৪০ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ২০৮ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: 

আফ্রিকার সেনেগালের উপকূলে ইউরোপগামী একটি নৌকা ডুবে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এটাকে ২০২০ সালের সবচেয়ে শোকাতুর নৌকাডুবির ঘটনা হিসেবে দেখা হচ্ছে ।

গত সপ্তাহে সেনেগালের উপকূলে প্রায় ২০০ অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকাটি ডুবে যায় বলে বৃহস্পতিবার আওএম’র এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।

সেনেগালিজ কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল এ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু এবং ৬০ জনের উদ্ধারের খবর দিয়েছিল।

এখন পর্যন্ত ৬০ জনকে উদ্ধার করার অর্থ বাকি ১৪০ জনের মৃত্যু হয়েছে বলে মনে করেন আইওএম’র সেনেগালের মুখপাত্র অ্যাইসাতু সেই। বিষয়টির ব্যাখ্যা দিয়ে এএফপিকে তিনি বলেন, “স্থানীয় জনগণ আমাদের বলেছে যে, নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিল, যার মানে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আইওএম। গত সপ্তাহে সেন্ট্রাল ভূমধ্যসাগরে এবং ইংলিশ চ্যানেল চারটি নৌকাডুবির পর সেনেগালের উপকূলে ভয়াবহ ঘটনাটি ঘটল।

আইওএম সেনেগালের প্রধান বাকারি দুম্বিয়া বলেন, “অবৈধ মানবপাচার এবং চোরাচালান নেটওয়ার্কগুলো বন্ধ করতে আমরা দেশগুলোর সরকার, অংশীজন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!