1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
অসুস্থদের স্বেচ্ছা মৃত্যুতে অনুমোদন দিচ্ছে নিউজিল্যান্ড
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

অসুস্থদের স্বেচ্ছা মৃত্যুতে অনুমোদন দিচ্ছে নিউজিল্যান্ড

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ১৯১ জন পড়েছেন

অনলাইন ডেস্ক::

গুরুতর অসুস্থরা চাইলে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিতে পারবে এমন একটি পাশ হতে যাচ্ছে নিউজিল্যান্ডে। কয়েক বছরের বিতর্কের পর এ সংক্রান্ত গণভোটে পক্ষে রায় দিয়েছে দেশটির জনগণ।

চলতি মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনের সময় ইউথেন্যাসিয়া তথা স্বেচ্ছা মৃত্যুর বিষয়টি নিয়েও গণভোটে ভোট দেয় নিউজিল্যান্ডবাসী।

গণভোটের ফলে দেখা যায়, স্বেচ্ছা মৃত্যু সংক্রান্ত ‘এন্ড অব লাইফ চয়েজ অ্যাক্ট ২০১৯’ কে নতুন আইন হিসেবে সমর্থন দিয়েছে ৬৫.২ শতাংশ ভোটার।

এই আইনের ফলে দুজন চিকিৎসকের অনুমোদন সাপেক্ষে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিতে মৃত্যু ত্বরান্বিত করে এমন উপকরণ বেছে নিতে পারবে গুরুতর অসুস্থ নিউজিল্যান্ডবাসী। এই সিদ্ধান্ত নিলে গুরুতর অসুস্থদের ছয় মাসের কম সময়ের মধ্যেই মৃত্যু ঘটবে।

গণভোটে প্রস্তাবনাটি পাস হওয়ায় এটি এখন আইনে পরিণত করার প্রক্রিয়া চলছে। ২০২১ সালের নভেম্বরের আইনটি কার্যকর করা হবে।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সময় গুরুতর অসুস্থদের স্বেচ্ছা মরণের প্রস্তাবনাটিতে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ বিশেষ ভোট দেয়। এর মধ্যে অনেকে ডাক যোগাযোগের মাধ্যম ও বিদেশে থেকেও ভোট দিয়েছেন।

ভোটের পুরো ফলাফল পেতে আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এখন পর্যন্ত যা ফল তাতে ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না।

নেদারল্যান্ডস, কানাডাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে গুরুতর অসুস্থদের স্বেচ্ছা মরণের অনুমতি দিয়ে আইন পাশ করা হয়েছে। নিউজিল্যান্ডও এই তালিকায় নাম লেখাতে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!