নিজস্ব প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত কমলগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জশনে জুলুছ (র্যালী) ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার(৩০)সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে মো. দুরুদ আলী সভাপতি ও ছাত্রনেতা মাওলানা মো. রাসেল মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি আব্দুল মুহিত হাসানি ও আব্দুল মুকিদ হাসানী, মইনুল ইসলাম খান, আফরোজ উদ্দিন আহমেদ,প্রিন্সিপাল মাওলানা আবু বক্কর ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইয়াছিন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে প্রায় ২হাজার মানুষের উপস্থিতিতে দোয়া মাহফিল ও শিরনী বিতরন হয়েছে।