1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বাউফলে সরকারি কর্মকর্তাকে মারলেন ইউপি চেয়ারম্যান
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

বাউফলে সরকারি কর্মকর্তাকে মারলেন ইউপি চেয়ারম্যান

  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২১৯ জন পড়েছেন

অনলাইন ডেস্ক::

পটুয়াখালীর বাউফলের কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লাকে কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার প্রকাশ্যে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কৃষি কর্মকর্তাকে ডেকে নিয়ে ইউপি চেয়ারম্যান মারধর করেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন আনছার উদ্দিন।

প্রত্যক্ষদর্শীসহ ওই কর্মকর্তার (আনসার উদ্দিন) সাথে কথা বলে জানা গেছে, আনছার উদ্দিন সন্ধ্যার তার গ্রামের বাড়ি কনকদিয়া বাজারে যান। এ সময় ইউপি চেয়ারম্যান শাহিনের সাথে দেখা হলে তাদের মধ্যে সালাম বিনিময় হয়। পরে তিনি আনছার উদ্দিনকে ডেকে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল করেন। আনছার উদ্দিন এর প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে মারধর করেন চেয়ারম্যান শাহিন।

সূত্র জানায়, সম্প্রতি সারের ডিলার নিয়োগ নিয়ে ইউপি চেয়ারম্যান শাহিন ও উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরোধ সৃষ্টি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাউফল থানায় লিখিত অভিযোগ করার জন্য ওই কর্মকর্তাকে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ও কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার বলেন, কথা-কাটাকাটি হয়েছে। তবে লাঞ্ছিত করার কোন ঘটনা ঘটেনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!