1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন

ডাকাতি রোধে শ্রীমঙ্গলে রাতভর পুলিশের মহড়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৫৭ জন পড়েছেন

আব্দুস শুকুর,শ্রীমঙ্গল(মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতকে সামনে রেখে চুরি ডাকাতি প্রতিরোধে পুরো উপজেলায় রাতভর বিশেষ মহড়া দিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গতকাল বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ভোর সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ভাড়াউড়া চা বাগান , মৌলভী বাজার রোড, জেডি রোড, সৌরভী পাড়া, বিরাহিমপুর, শ্যামলী আবাসিক এলাকা, ফুলছড়া চা বাগান, কালীঘাট চা বাগান, চকগাও বাজার, শিববাড়ি বাজার, সিন্দুরখান বাজার, হুগলিয়া বাজার, আমরাইল চা বাগান, সাতগাঁও বাজার, মতিগঞ্জ বাজার, হবিগঞ্জ রোড এলাকা, এবং রেল স্টেশন সহ বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে মহড়া দেয় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এর নেতৃত্বে এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছলেক এর সহযোগিতায় মহড়ায় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, উপ-পরিদর্শক মো.আল আমিন, মো. আলমগীর হোসেন, রোকনুজ্জামান, মুখলেসুর রহমান লস্কর, সহ থানা পুলিশের একটি টিম।

শীতকালে চুরি-ডাকাতি বেড়াতে পারে বিধায় জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশে উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজার মহল্লায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা সাপেক্ষে ডাকাত প্রতিরোধ কমিটি এবং মহল্লা ভিত্তিক পাহারার ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এসময় মহড়া দেয়া কালে বিভিন্ন এলাকার রাত্রিকালীন পাহারাদারদের হাতে শুকনো খাবার তুলে দেয়া হয়েছে। এছাড়াও যেকোনো সমস্যায় মোবাইল ফোনের মাধ্যমে পুলিশের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করার পরামর্শও দেয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!