নিজস্ব প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহিলাদের স্তন ক্যান্সার ও জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে নারী নেত্রীদের করনীয় শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল সচেতন নাগরিকের উদ্যোগে ও ক্যান্সার এওয়ার্নেস প্রোগ্রাম ফর ওমেন্স (সিএপি) এর সহযোগীতায় স্থানীয় রোটারি ক্লাব মিলনায়তনে শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষিকা দিল আফরুজ বেগমের সভাপতিত্বে ও অনুজকান্তি দাশের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন ক্যান্সার এওয়ার্নেস প্রোগ্রাম ফর ওমেন্স (সিএপি) এর জেনারেল সেক্রেটারি চন্দনা রায়।
এসময় বক্তব্য রাখেন ক্যান্সার এওয়ার্নেস প্রোগ্রাম ফর ওমেন্স (সিএপি) এর সিলেট ব্যুরো আহমেদ কবির রিপন, দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জলি পাল, দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা বেগম, ইসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রভা রানী বাড়াইক প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন মডেল একাডেমী ও বিএম কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুস শুকুর, তোফায়েল পাপ্পু, সুমন মিয়া, কিশোরী ক্লাবের সভাপতি সুচিত্রা দেব, সাধারণ সম্পাদক পলি দেবসহ ইনার উইল ক্লাব ও কিশোরী ক্লাবের নারী নেত্রীবৃন্দ।