1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:০৫ পূর্বাহ্ন

উপমন্ত্রীসহ ৬ এমপি করোনা আক্রান্ত

  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ১৮০ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য পরিবেশ বন ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহারসহ ৫ সংসদ সদস্য। শনিবার (০৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবন স্বাস্থ্যকেন্দ্রে নমুনা পরীক্ষায় ছয় সদস্যের শরীরে কোভিড-১৯ ভাইরাস সনাক্ত করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ পালনে অংশ হিসেবে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংসদের বিশেষ এই অধিবেশনকে সামনে রেখে অধিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সংসদ সদস্য, কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকের কোভিড পরীক্ষা উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায় বিশেষ অধিবেশনকে সামনে রেখে সকল সংসদ সদস্যের করোনা টেস্ট করানোর নির্দেশনা দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে নমুনা সংগ্রহ করা হয়।

নমুনা পরীক্ষার পর পাওয়া ফলাফলে উপমন্ত্রী ছাড়াও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম, পাবনা-৪ আসনের মো. নূরুজ্জামান বিশ্বাস এবং সংরক্ষিত নারী আসনের তাহমিনা বেগম ও নাদিরা ইয়াসমিন জলির রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এছাড়া দুই জন সাংবাদিক ও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!