নিজস্ব প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৭ হাজার টাকা জরিমানা করেছে।
রবিবার (৮নভেম্বর) দুপুরে শহরে আলুর পাইকারি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সরকারের বেঁধে দেওয়া মূল্যের বেশি দামে আলু বিক্রি করায় প্রতিষ্ঠানগুলোকে
এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক (অতিঃ সচিব) বাবলু কুমার সাহা’র প্রদত্ত ক্ষমতাবলে ও মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান এর সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৭ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন,জেলা বাজার অনুসন্ধানকারী আজবাহার মুন্সি, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, এবং র্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি চৌকস দল।