নিজস্ব প্রতিনিধি:
গত ৭ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের ৪টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছিল। এ ঘটনার ৪ দিনের মধ্যে আবারও কুলাউড়া উপজেরার মোমিনছড়া এলাকায় সারবাহী একটি ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার ( ১১ নভেম্বর) বিকাল সোয়া ৩টায় এ ঘটনাটি ঘটে।
আখাউড়া-সিলেট রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আহমেদ জানান, সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে থেকে সার বোঝাই একটি ট্রেন শিবগঞ্জ যাচ্ছিল। বুধবার বেলা সোয়া ৩টায় মাইজগাঁও ও ভাটেরা রেলওয়ে স্টেশনের মাঝখানে মোমিনছড়া এলাকায় সার বোঝাই ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এর পর থেকে সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনার ফলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও স্টেশনে ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগরে আটকা পড়ে।
ভানুগাছ রেলওয়ে ষ্টেশন মাস্টার সেলিম আহমেদ আরও বলেন, সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।