1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
  4. salauddinsuvo80@gmail.com : Salauddin Suvo : Salauddin Suvo
বসন্ত কুমার সিংহ,একজন শিক্ষক এবং গর্বিত পিতা
শুক্রবার, ০৭ মে ২০২১, ০৯:৫১ পূর্বাহ্ন

বসন্ত কুমার সিংহ,একজন শিক্ষক এবং গর্বিত পিতা

  • প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৪৭৮ জন পড়েছেন

বসন্ত কুমার সিংহ
জন্মঃ ১৩/০২/১৯৪৭ ইং
গোত্র: মৌদকল্য।
পিতাঃ স্বর্গীয় বীরেন্দ্র মোহন সিংহ (মেট্টিকুলেশন কলকাতা, পিটি,প্রধান শিক্ষক,প্রাথমিক বিদ্যালয়)।
মাতাঃ স্বর্গীয় সিজাবালা সিনহা
স্ত্রীঃ কুন্জরাণী সিনহা।
সন্তানঃ
১। দেবাশীষ কুমার সিংহ
(বি এসসি , পোস্ট গ্রাজুয়েট অব ম্যানেজমেন্ট
উদ্যোক্তা ও আইটি বিজনেস,
সাবেক ম্যানেজার প্রগতি ইন্সুরেন্স কোম্পানি, সিলেট ব্রাঞ্চ
স্ত্রীঃ সবিতা সিনহা এম এ, বিএড।
সন্তান- ১ মেয়ে ও ২ ছেলে)
২। দেবাংশু কুমার সিংহ
(এম এসসি ফাস্টক্লাস,ঢাকা বিশ্ববিদ্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার
বালাগন্জ, সিলেট।
স্ত্রীঃ নিবেদীতা সিনহা,এলএল এম
সন্তান- ১ মেয়ে)।
৩। ডাঃ দেবোজ্যোতি সিংহ
(এমবিবিএস,বিসিএস, এমডি প্রশিক্ষণার্থী,সিলেট উসমানী মেডিকেল কলেজ।
স্ত্রীঃ ডাঃ নীতি সিনহা,মেডিকেল অফিসার, সিলেট সদর উপজেলা।
সন্তান- ১ মেয়ে)
শিক্ষাজীবনঃ
১। প্রাথমিকঃ তিনি ১ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪র্থ ও রাণীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করেন।
২। মাধ্যমিকঃ তিনি ১৯৬২ সালে কমলগনজ উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন।
৩। উচ্চ মাধ্যমিকঃ তিনি ১৯৬৪ সালে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচ এসসি পাশ করেন।
৪। স্নাতকঃ তিনি ১৯৬৮ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বিএসসি পাশ করেন।
৫। বি এড : তিনি ১৯৯৬ সালে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি এড পাশ করেন।
কর্মজীবন:
১। তিনি ১৯৬৬-৬৮ সাল পর্যন্ত মাধবপুর জুনিয়র বিদ্যালয় (বর্তমান মাধবপুর উচ্চ বিদ্যালয় ), কমলগঞ্জ সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
২। তিনি ১৯৬৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত নয়াবাজার কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়, কুলাউড়ায় সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
৩। তিনি আবার মাধবপুর জুনিয়র বিদ্যালয়ে (বর্তমান মাধবপুর উচ্চ বিদ্যালয় ) ১৯৭৬ থেকে ১৯৭৯ ইং পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৪। অতপর তিনি ১৯৭৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত কমলগনজ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
অবসরঃ
তিনি ১৩/০২/২০০৭ ইং তারিখে কমলগনজ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অবসরে চলে যান।
কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় ৪ বছরকাল খন্ডকালীণ শিক্ষক হিসেবে নিযুক্ত করেন।
তিনি সেখান থেকে বিদায় নেওয়ার পর আহম্মদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আরো ৩ বছর খন্ডকালীণ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি নিউ প্রি -ক্যাডেট এন্ড হাই স্কুল,কমলগনজ এর অধ্যক্ষ হিসেবে বিগত ১৯/১২/২০০০ থেকে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন।
সাংগঠনিকঃ
১। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে জনকল্যাণ কেন্দ্র মাধবপুর,কমলগনজ এর সদস্যসচিব হিসেবে প্রায় ৫ বছর দায়িত্ব পালন করেছেন।
২। তিনি মণিপুরী মহারাসলীলা সেবা সংঘ,মাধবপুর এর ৪ বছর সদস্যসচিব ছিলেন।বর্তমানে উপদেষ্টা হিসেবে আছেন।
৩। তিনি ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ ৮ বছর সভাপতি এবং কিছুদিন বিরতির পর অদ্যাবধি সভাপতির দায়িত্ব পালন করছেন।
৪। শিব মন্দির কমিটি, শিববাজার, মাধবপুর – এর সভাপতি হিসেবে দীর্ঘ ১২ বছর ছিলেন এবং পরবর্তীতে শিব মন্দির কমিটি ও সার্বজনীন দূর্গাপুজা কমিটির সভাপতির দায়িত্ব ৫ বছর পালন করেছেন। বর্তমানে উপদেষ্টা হিসেবে আছেন।
৫। মণিপুরী ললিতকলা একাডেমী,মাধবপুর এর নির্বাহী কমিটির ৩ বছর সদস্য ছিলেন।
৬। তিনি ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি উদযাপন পরিষদের আহবায়কের দায়িত্ব পালন করছেন।
বসন্ত কুমার সিংহ, মণিপুরী বিষ্ণুপ্রিয়া সমাজের একজন ব্যক্তিত্ববান আদর্শ শিক্ষক,অত্যন্ত নীতিবান,গম্ভীর স্বভাবের অধিকারী,বিচক্ষণ সংগঠক সবোর্পরি একজন সফল সার্থক পিতা।

লেখক:-

মোঃ খুরশেদ আলী

প্রধান শিক্ষক,ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়

কমলগঞ্জ,মৌলভীবাজার

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....

ঈদ শুভেচ্ছা

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
৭৬০,৫৮৪
সুস্থ
৬৮৪,৬৭১
মৃত্যু
১১,৫১০
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
১,৪৫২
সুস্থ
৩,২৪৫
মৃত্যু
৬০
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!