নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল রেফারী এসোসিয়েশনের আয়োজনে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার(২০ নভেম্বর)বিকাল ৪টায় উপজেলার কমলগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল রেফারী এসোসিয়েশন কমলগঞ্জ বনাম সোনালী অতীত ক্লাব কুলাউড়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক সাজিদুর রহমান সাজু।
খেলায় ফুটবল রেফারী এসোসিয়েশন কমলগঞ্জকে ২-০ গোলে হারিয়েছে সোনালী অতীত ক্লাব কুলাউড়া