নিজস্ব প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রমনে দ্বিতীয় ধাপে প্রতিরোধে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলা ও নগদ ৫৮০০ টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক জানান, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় রবিবার(২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টা হতে দুুপুর ১টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলার চৌমুহনী, ভানুগাছ বাজার. শমসেরনগরসহ গুরুত্বপুর্ণ স্থানে উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক ও সহকারী কমিশনার ভুমি নাসরিন চৌধুরীর নেতৃত্বে মাস্ক পরিধান নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মাস্ক না থাকায় ১৭টি মামলা ও ৫ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। শুধু জরিমানা নয় মানুষজনকে সচেতন করতে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, সরকারের স্বাস্থ্যবিধি মানতে জনগনকে সচেতন করার পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।