নিজস্ব্ প্রতিবেদক: মৌলভীবাজার জেলার সব থানা ও বিভিন্ন দপ্তরকে শতাধিক আইপি ক্যামেরার আওতায় নিয়ে এসেছে জেলা পুলিশ। পুলিশিং সেবাকে গতিশীল ও দুর্নীতিমুক্ত রাখতে এই উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার)।
রোববার (২২ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল), মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক প্রমুখ।
এসময় পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের সকল থানা ও বিভিন্ন অফিসে আমরা আইপি ক্যামেরা সংযোজন করেছি। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং দুর্নীতিমুক্ত পুলিশি সেবা কার্যক্রম অনেকদূর এগিয়ে যাবে।