1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ১৭৮ জন পড়েছেন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

রবি মৌসুমে ২০২০-২১ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো,গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম এবং খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার( ২৮ নভেম্বর )দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরন করেন।
আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি প্রমুখ।
উক্ত প্রণোদনা কর্মসুচির আওতায় বোরো ৩০০ জন, গম ৫০ জন, ভূট্টা ৮০ জন, সরিষা ১৩০ জন, সূর্যমুখী ৩০০ জন, চিনাবাদাম ১০ জন ও গ্রীস্মকালীন মুগ ২০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও উপজেলার ৪ হাজার কৃষককে ৯ হাজার ২০৩ হেক্টর জমিতে ধান আবাদের জন্য ১ বিঘা জমির জন্য ২ কেজি হাইব্রীড ধান বীজ সহায়তা দেয়া হচ্ছে বলে জানা যায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!