1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে পুলিশের মাস্ক সপ্তাহের মঞ্চে আব্দুস শহীদ এমপি

  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ১৭০ জন পড়েছেন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

জেলা পুলিশ আয়োজিত মাস্ক সপ্তাহ উপলক্ষ্যে শ্রীমঙ্গল থানার প্রাঙ্গণের মাস্ক মঞ্চ পরিদর্শনে আসেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক ( তদন্ত) হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক ( অপারেশন) নয়ন কারকুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মাস্ক মঞ্চ থেকে সচেতনতামুলক দিক নির্দেশনার পাশাপাশি মাস্কবিহীন পথচারি, রিকশাচালক, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রিদের মাঝে মাস্ক বিতরন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। পাশাপাশি মাস্ক পরিধানকারীদের তিনি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।
শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে সপ্তাহব্যাপী মাস্ক মঞ্চ থেকে সারাদিনব্যপি সচেতনতামুলক প্রচারণা ও বিনামুল্যে মাস্কবিহীনদের মাঝে মাস্ক বিতরন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!