মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন ক্যাটাগরিতে ৩ জন জয়িতা নারীকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় এ সম্বর্ধনা প্রদান করা হয়।
সম্বর্ধিত জয়িতারা হলেন, সফল জননী নারী ক্যাটাগরিতে মঞ্জুশ্রী সিনহা, উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়ন অসামান্য অবদান ক্যাটাগরিতে রুবিনা আক্তার ও ইউনিয়ন পর্যায়ে সমাজ উন্নয়নে অবদান ক্যাটাগরিতে আমিনা ইসলাম।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাশ, তথ্য আপা কর্মকর্তা স্বর্ণালী সিনহা প্রমুখ।