নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাকারিয়া। এর আগে তিনি স্পেশাল প্রটেকশন ব্যাটলিয়ন -০১ এ পুলিশ সুপার হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে তাকে মৌলভীবাজারে জেলায় বদলির আদেশ দেয়।
সেই সাথে সারাদেশের ১৩ জেলার পুলিশ সুপারসহ এসপি পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদকে কুমিল্লা জেলায়, বরগুনা জেলার পুলিশ সুপার মারুফ হোসেনকে বরিশাল জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে পাবনা জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।