নিজস্ব প্রতিবেদক::
রাজধানীর খিলক্ষেত তিনশ’ ফিট এলাকায় বালুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে রং সাইড থেকে আসা বালুর ট্রাকটি তাদের ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আমির হোসেন রিয়াজ (২০) খিলক্ষেত রেসিডেনসিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আর আজমিন খান লামি (২৯) একটি প্রতিষ্ঠানে চাকরি করতো।
আমিরের বাবার নাম আক্তার হোসেন। চার ভাইয়ের মধ্যে সবার ছোট আমির। পরিবারের সঙ্গে থাকতেন দক্ষিণ বাড্ডা কাঁচাবাজার ১০৭ নম্বর বাসায়।
আজমিনের বাবার নাম মিজানুর রহমান জানান, তাদের বাসা দক্ষিণ বাড্ডা নানীবাড়ি মোড়ে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো তার একমাত্র ছেলে আজমিন। পাশাপাশি রাইড শেয়ারিং করতো।
আজমিনের স্ত্রীর নাম আলপনা আক্তার। একমাস পর আজমিনও বাবা হতে যাচ্ছিলো বলে তিনি জানান।
আমিরের চাচাতো ভাই মো. সাব্বির হোসেন জানান, গতরাতে তিনশ’ ফিট এলাকায় একটি রেস্টুরেন্টে তাদের এলাকার ছোট ভাই প্রভাতের জন্মদিন অনুষ্ঠান করছিলো তারা। সারারাত সেখানেই ছিল কয়েকজন বন্ধুবান্ধব। সকালে সেখান থেকে তারা যার যার বাসায় ফিরছিলো।
তিনি বলেন, আমিরদের সঙ্গে অনেকগুলো মোটরসাইকেল ও প্রাইভেটকার ছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিলো আজমিন আর পেছনে বসা ছিলো আমির। তখন রং সাইড থেকে আসা বালুর ট্রাকটি তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে ৯ টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাদের দেখে মৃত ঘোষণা করেন। দুটি মৃতদেহই মর্গে রাখা হয়েছে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু সরকার জানান, তিনশ’ ফিট পুলিশ চেকপোস্টের পাশেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।