1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:০১ অপরাহ্ন

ব্যাটম্যান এবার থরের শত্রু

  • প্রকাশিত : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ২০৩ জন পড়েছেন

অনলাইন ডেস্ক ::

আনুষ্ঠানিকভাবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) যুক্ত হলেন অস্কার-জয়ী ক্রিশ্চিয়ান বেল। তাকে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবিতে গর দ্য গড বুচার চরিত্রে দেখা যাবে।

‘থর’ সিরিজের চতুর্থ কিস্তিটি পরিচালনা করছেন তাইকা ওয়েইটিটি।

আগের মতোই নাম ভূমিকায় আছেন ক্রিস হেমসওয়র্থ। সঙ্গে ফিরছেন নাটালি পোর্টম্যান ও টেসা থম্পসন। সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালের ৬ মে।

ডিজনি ইনভেস্টর ডে ‍উপলক্ষে বেলের যুক্ত হওয়ার খবরটি বৃহস্পতিবার নিশ্চিত করেন মার্ভেল বস কেভিন ফাইগি।

মার্ভেল কমিকসের চরিত্র গরের বিশ্বাস ছিল দেবতা বলে কিছু নেই। নইলে তার স্ত্রী, সন্তানদের হত্যার ঘটনাটি সম্ভব হতো না। দেবতারাই তাদের রক্ষ করতো। কিন্তু এক সময় গর জানতে পারে দেবতারা সত্যিই আছে। তখন সিদ্ধান্ত নেয় অতিপ্রাকৃতিক ক্ষমতা দিয়ে তাদের ধ্বংস করবে। একের পর এক দেবতার মুখোমুখি হয়, সেখানেই তার সঙ্গে থর ও লোকির দেখা। সেই গল্প ওঠে আসবে নতুন ছবিতে।

গত বছর সান ডিয়েগো কমিক-কনে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এর ঘোষণা আসে। তখন বলা হয়, নারী থর হিসেবে হাজির হচ্ছেন নাটালি।

এমসিইউ-র লাভজনক ফ্র্যাঞ্চাইজিগুলো অন্যতম ‘থর’। সিরিজের আগের তিনি ছবির আয় ১৯০ কোটি ডলারের বেশি।

এর আগে মার্ভেলের প্রতিদ্বন্দ্বী ডিসি’র ব্যাটম্যান ট্রিলজিতে নাম ভূমিকায় অভিনয় করেন ক্রিশ্চিয়ান বেল। পরিচালনা করেছিলেন ক্রিস্টোফার নোলান। এ সিরিজটিকে সুপারহিরো সিনেমার জগতে মাইলফলক হিসেবে ধরা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!