1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ২৯৫ জন পড়েছেন

শ্রীমঙ্গল প্রতিনিধি:

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গল এর উদ্যোগে শুক্রবার ১১ ডিসেম্বর বিকাল ৩টায় শ্রীমঙ্গল পৌরসভা সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর রতফদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল ইসলাম সোহেল, প্রফেসর সৈয়দ মুয়িজুর রহমান, শিক্ষাবিদ দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা, সারগাম অধ্যক্ষ বুলবুল আনাম চৌধুরী,সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুউজ্জাম, সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক ইসমাইল মাহমুদ, মামুন আহমেদ, দ্বিপঙ্কর ভট্টাচার্য, আনিসুল ইসলাম আশরাফী, রুপম আচার্য, সঙ্গীত শিল্পী সুশীল শীল, নাট্যকর্মী ও নৃত্য শিক্ষক দ্বীপ দত্ত আকাশ, সাজ্জাদ হোসেন, নৃত্য শিক্ষক সাজু দেব, নাট্যকর্মী কাওসার ইকবাল, অনিরুদ্ধ সেনগুপ্ত, কামরুল হাসান দোলন, প্রসেনজিৎ রায় বিষু, পুলক কান্তি চক্রবর্তী, কাওছার আহমেদ রিয়ন, প্রনবেশ চৌধুরী অন্তু, বিকাশ দাশ বাপ্পন, নিতেশ সূত্রধর, দ্বিগবিজয় রায় আকাশ, বাবলু রায় সহ নানা শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ।

মানববন্ধনে দেশাত্ববোধক সংগীত পরিবেশন সহ বক্তব্য বক্তারা বলেন বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের নাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা মানে একটি দেশের অস্তিত্বের উপর আঘাত। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সকল ধর্মের মানুষের ভাতৃত্ব বন্ধনের দেশ। এই স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তাই বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙ্গার মতো সাহস করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!