তোমার সাময়িক খেলায় যে নিষিক্ত স্পৃহা জাগায়-
তার খোলা সমরভূমিতে সোনালী নূপুর চুমিতে
নিরপরাধ এই আমার গুপ্তচর মন গহ্বরে হারায়!
নিভৃতে এ কী খেলা খেল- নিক্ষিপ্ত নির্লজ্জতায়
আমার নির্বোধ গম্ভীর গমনের সমভাবাপন্নতায়!
তোমার এই ছলনার নেশায় যে প্রেম স্পন্দন হারায়-
তার সেনানিবাসে- সমকেন্দ্রিক সতৃষ্ণ আবেশে
নিরর্থক আদিম মায়ায়- সম্পৃক্ত করে আমায়!
কেউ না জানলেও কেউ একজন জানে- এই খেলা
হিমায়িত করে আমাকে বিদায় দিল- শেষ বেলা!